লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতিক লাইন, মৌসুমি সবজি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়েরর কবলে পড়ে বিভিন্ন বাজারে ও গ্রামে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিসাধন ও গাছপালা উপড়ে পড়ে গেছে। এতে বিদ্যুতের লাইনের বেশকিছু খুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় ছিড়ে পড়ে বৈদুতিক তার। বিষয়টি নিশ্চিত করেন ডিজিএম আসাদুজ্জামান অনুজ। অপর দিকে ঘুর্নিঝড়েরর প্রভাবে উপজেলার হাওড়ে এবং মৌসুমি সবজির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিস সুত্রে যানা যায়, হাওড় জুড়ে ৯৮ ভাগেরও বেশি ধান কাটা সম্পন্ন হলে কাটার জন্য অপেক্ষমান জমির ধানগাছ কোন কোন জমির হেলে পড়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান অনুকুল আবহাওয়ার সাপেক্ষে দ্রুত অবশিষ্ট ধান কেটে ফেলার আহবান জানান।