বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জ পৌরসভা থেকে অবসরপ্রাপ্ত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০২৪
  • ৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চাকুরী থেকে গত ২০ বছরে অবসরপ্রাপ্ত ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার দুপরে হবিগঞ্জ পৌরসভার সভা কক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও সম্মাননা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক প্রভাংশু সোম মহান। প্রধান অতিথির বক্তৃতায় প্রভাংশু সোম মহান বলেন, ‘হবিগঞ্জ শহরের যানজট, জলাবদ্ধতা নিরসনে আমরা সবাই সহযোগিতা করলে মেয়রের কাজটি অনেক সহজ হয়ে যায়।’ তিনি বলেন, ‘আমারা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে সড়কে যানজট থাকবে না।’ প্রধান অতিথি আরো বলেন, ‘হবিগঞ্জে বিল্ডিং নির্মাণের সময় প্ল্যান অনুসরন করে কিছু জায়গা না ছেড়ে সীমানায় স্থাপনা করতে দেখা যায়। এতে রাস্তাঘাট ও ড্রেন সরু হয়ে পড়ে। ফলে ফায়ার সার্ভিসের গাড়ী সহ যানচলাচল ও পানি নিস্কাশন বিঘ্নিত হয়।’ এ ব্যাপারে সকলকে সচেতন ভূমিকা পালন করার অনুরোধ জানান তিনি। হবিগঞ্জ পৌরসভার সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজনে তিনি মেয়রসহ পৌর পরিষদের সকলকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, ‘আমরা অতীতে যারা হবিগঞ্জ পৌরসভার জন্য ভাল কাজ করে গেছেন তার প্রতি সম্মান প্রদর্শন করি। হবিগঞ্জ পৌরসভায় অতীতে যারা চেয়ারম্যান, মেয়র ও জনপ্রতিনিধি হিসেবে তাদের মেধা ও শ্রম দিয়ে পৌরসভাকে সমৃদ্ধ করেছেন তাদের প্রতি সম্মান জানাই। পৌরসভায় দীর্ঘদিন চাকুরী করার পর যারা অবসরে গিয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করতেই এই আয়োজন করেছি। যাতে তাদের পরিবার, প্রিয়জন ও সমাজের কাছেও সম্মান ও মর্যাদা অক্ষুন্ন থাকে।’ মেয়র বলেন আমারা জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। শহরকে যানজটমুক্ত অবিরাম কাজ করে যাচ্ছি। আমরা শহরকে একটি সুন্দর ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলতে সকলের সহযোগিতা চাই।’ সভায় বক্তব্য রাখেন- বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রতিদিনের বানী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মুকুল আচার্যী, মোঃ ফরিদ মিয়া, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেকে এন্ড এইচকে হাই স্কুলের সিনিয়র শিক্ষক সৈয়দা শরীফা আক্তার কুমকুম, শ্রমিক লীগ নেত্রী রেবা চৌধুরী প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মাঝে বক্তব্য রাখেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, সফিকুর রহমান সিতু ও শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু। উপস্থিত ছিলেন- মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, আলাউদ্দিন কদ্দুছ, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। যাদেরকে সম্মাননা দেয়া হয় তারা হলেন- মধুসুদন দাশ, নিহারেন্দু রায়, সহিদুল ইসলাম, সিদ্ধার্থ বিশ^াস, মঈনুদ্দিন আহমেদ, নীলিমা রায়, ফয়সল আহমেদ খান, আরব আলী, চান মিয়া, জামাল শিকদার, ফারুক মিয়া, মোঃ দুদু মিয়া, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ সাহিদ মিয়া ও মোঃ সেলিম আহমেদ। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের মাঝে বক্তব্য রাখেন নিহারেন্দু রায় ও সিদ্ধার্থ বিশ^াস।
সবশেষে সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com