স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশের সাড়াশি অভিযানে ধুলিয়াখাল থেকে ৬ কেজি গাঁজাসহ সুহেল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত জলই মিয়ার পুত্র। গতকাল রবিবার সকালে ডিবির ওসি নুর হোসেন মামুনের নির্দেশে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি বাদি হয়ে মামলা দিয়ে গতকালই কারাগারে প্রেরণ করেছে।