স্টাফ রিপোর্টার ॥ ৩ ঘন্টার বৃষ্টিতেই শহরের শায়েস্তানগর, পানি উন্নয়ন বোর্ড, সার্কিট হাউজ, সদর থানা, পুরান মুন্সেফী, সিনেমাহল সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এসব এলাকায় হাটু পানি মারিয়ে মানুষ আসা যাওয়া করছেন। অভিযোগ রয়েছে, প্রভাবশালীরা পানি নিষ্কাষনের ড্রেন দখল করে বাসা-বাড়ি ও দোকান পাট নির্মাণ করায় এ সমস্যা দেখা দিয়েছে। এদিকে হবিগঞ্জ পৌরসভার মেয়র দিনরাত পরিশ্রম করে নিরসলভাবে অবৈধ ড্রেন পরিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপরও অনেক ড্রেন বন্ধ থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। গতকাল বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন শহরবাসী। গতকাল সরেজমিনে উল্লেখিত এলাকায় এমন দৃশ্য দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শহরবাসী ভরাট হয়ে যাওয়া ড্রেন পরিস্কার ও দখলমুক্ত করার দাবি জানান।