স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজি শুরু হয়েছে। কোনো সিডিউল ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুত চলে যায়। ফোন করে জানতে চাইলে বলা হয়, শাহজীবাজার থেকে বিদ্যুত উৎপাদন কেন্দ্রে সমস্যা। অথচ শহর ছাড়া জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুত থাকায়। শহরের বেলায় দেখানো হয় শাহজীবাজারে সমস্যা। গত শুক্রবার রাত ৮টায় সামান্য বৃষ্টির সাথে সাথেই শহরের বিদ্যুত চলে যায়। এরপর রাত ৩টার দিকে বিদ্যুত আসে। বারবার ফোন করলেও অভিযোগ কেন্দ্র ফোন রিসিভ করেনি। আবার কোনো সময় রিসিভ করলেও বলা হয় শাহজীবাজারে সমস্যা। গতকাল শনিবারও দিন থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত আসে যায়।