প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকায় চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচলে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষে ৯ টি ওয়ার্ডের অটোরিক্সা চালকদের লাইসেন্সের আওতায় আনার লক্ষে ৫, ৬ এবং ৭ ও ৮নং ওয়ার্ডের আবেদন সমূহের যাচাই বাছাই কার্যক্রম হবিগঞ্জ পৌরসভার টাউন হলে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে উক্ত কার্যক্রমে পৌরসভার কাউন্সিলর জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শাহ সালাহ উদ্দিন টিটু, আব্দুল কুদ্দুছ, শেখ সুমাজামান, টিপু আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, অটোরিক্সা নেতা পিযুষ চক্রবর্তী, শ্রমিক নেতৃবৃন্দ, গ্যারেজ মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। অটোরিক্সা চালকগণের যাচাই বাছাই কার্যক্রম শেষে হবিগঞ্জ পৌরসভায় তামাক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও ধুমপান ও তামাক বিরোধী প্রচারনার উপকরণ বিতরণ করা হয়।