নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় সালামতপুর বাস ষ্ট্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের। বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল ইসলাম, কর্পোরাল লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, জেলা জাতীয় পার্টি নেতা আব্দুল রশিদ, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ আব্দুল ওদুদ, কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আফজল মিয়া, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক তোফাজ্জুল হোসেন, শাহীন আলম চাও মিয়া, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক মুন্সেফ আলম, সহ-সভাপতি ভুলা দাশ, দেবপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব অলিদুর রহমান অলিদ, করগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব খালেদ চৌধুরী, জাপানেতা মাহিদ মিয়া, ইউছুফ মিয়া, ধন মিয়া, জমির উদ্দিন, আকলিছ মিয়া, জাবেদ মিয়া, অয়তুন মিয়া, জাকির হোসেন পৌর স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আব্দুল কাইয়ুম, জুনেদ মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শাহ আবুল খায়েরকে সমর্থন জানিয়ে আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করার লক্ষে একযুগে কাজ করার আহবান জানান।