প্রেস বিজ্ঞপ্তি ॥ নিখুঁত ও নান্দনিক ছাপার প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন হল নোভা ডিজিটাল সাইন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) কালীবাড়ি ক্রস রোডে অবস্থিত নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ব্যাকস সভাপতি শামছুল হুদা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সফর আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মকসুদ আলী জয়ধর, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আওয়াল হোসেন পাবেল, নিজাম উদ্দিন তালুকদার, সৈয়দ শফিউর রহমান মোনেম, সৈয়দ আবু শাহীন, সিরাজুল ইসলাম আপন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনিতিবিদ, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নোভা ডিজিটাল সাইন এর পরিচালক সৈয়দ আবু শাহীন জানান, মানসম্মত ঝকঝকে প্রিন্টের নিশ্চয়তা নিয়েই আমরা গ্রাহকদের সেবা প্রদান করব। আমাদের সেবাসমূহ মধ্যে রয়েছে- পিভিসি ব্যানার, প্যানাফ্লেক্স (সিঙ্গেল সাইড), প্যানাফ্লেক্স (রিভার্স), হোয়াইট ভিনাইল (স্টিকার) ফ্রস্টেড, ক্লিয়ার মিডিয়া, রিফ্লেক্টিভ (হানিকম্ব), ওয়ানওয়ে ভিশন, লাইটিং বক্স, ফেস্টুন, ক্লথ ব্যানার, মগ প্রিন্ট, টি-শার্ট, প্লেইট, ক্রেস্ট, ক্যাপ, বেইজ, প্লাস্টিক আইডি কার্ড, ভিজিটিং কার্ড, মেমো, পোস্টার, লিফলেট, ক্যালেন্ডার, সবধরনের গাড়ীর স্টিকার, ইনজেক্ট স্টিকার (গ্লসি ও ম্যাট রেমিনেশন) সহ যাবতীয় প্রিন্টিংয়ের সেবা প্রদান করা হবে।