স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টে রিট করে নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন সাংবাদিক মুরাদ আহমেদ। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আতাবুল্লাহ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আদেশে মুরাদ আহমেদকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান ও প্রতীক বরাদ্দের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) ও রিটার্নিং অফিসার (নবীগঞ্জ-বাহুবল)-কে আদেশ দেন। মুরাদ আহমেদের পক্ষে আবেদনটি করেন অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া।আদেশে উল্লেখ করা হয়, আবেদনকারী আসন্ন ৬ ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এ নবীগঞ্জ উপজেলা পরিষদের একজন ভাইস-চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি মনোনয়ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ করার পর অবশিষ্ট পদক্ষেপ ছিল সমস্ত নথি এবং রসিদ সংযুক্ত করে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া। কিন্তু ২১ এপ্রিল আবেদনকারী যখন অনলাইনে তার আবেদন আপলোড করবেন তখন পুরো উপজেলায় বিদ্যুৎ না থাকায় তিনি আবেদন আপলোড করতে পারেননি। ওই দিন বিকেল ৪টার পর বিদ্যুৎ ফিরে আসলে তিনি আবারো অনলাইনের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সার্ভার বন্ধ করে দেয়া হয়। ফলে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারেন নি। এ অবস্থায় মুরাদ আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হাইকোর্টে রিট পিটিশন ৪৬০৮/২৪ দায়ের করেন। তার রিটের প্রেক্ষিতে মুরাদ আহমেদের মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদনকারীকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দেওয়া হয়।