চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চোরাই গাছ বোঝাই পিকাপ ভ্যানসহ ২ পচারকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে চন্ডিছড়া চা বাগান কর্তৃপক্ষ। আটককৃত পাচারকারীরা হচ্ছে-উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের মোঃ হাসিম মিয়ার পুত্র মিঠু মিয়া (১৮) ও লাল মোহন মুন্ডার পুত্র রাহেম মুন্ডা (১৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-শনিবার রাত ৩টার দিকে চুনারুঘাট উপজেলার চন্ডিচড়া চা বাগান থেকে একদল গাছ চোর একটি তৃষ্ণা গাছ কেটে পিকাপ ভ্যানে নিয়ে যাওয়ার সময় বাগান কর্তৃপক্ষের লোকজন গাছ বোঝাই পিকাপ ভ্যানসহ উল্লেখিত ২জনকে আটক করে। আটককৃত গাছের মুল্য প্রায় অর্ধ লাখ টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে চন্ডিচড়া বাগান কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছে।