স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাঙ্গারপুল এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেল সংঘর্ষে রতন মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উমেদনগর এলাকার মৃত মন্নান মিয়ার পুত্র। গতকাল ওই সময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটর সাইকেলের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে রতন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।