বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উন্নয়ন কর্মকান্ড নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে পরামর্শ সভা করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল সকাল ১০টায় বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব খান, বীর মুক্তিযোদ্ধা ইছহাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব খান ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।