স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক অফিসে সন্দেহভাজন হিসেবে ঘুরাফেরার কারণে মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। জানা যায়, গতকাল বুধবার দুপুরে সে ডিসি অফিসের এনডিসির রুমে প্রবেশ করে ফেলে। এক পর্যায়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে একেক সময় একেক কথা বলে। এ সময় তাকে আটক করে পুলিশে দেয়া হয়। সে সিরাজগঞ্জের বাসিন্দা। ওসি অজয় চন্দ্র জানান, তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।