স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকরি থেকে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। লাখাই থানার একদল পুলিশ গত ২২ এপ্রিল রাতে তাকে মোড়াকড়ির মোকামহাটির ছোট মিয়ার বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।