প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২০ এপ্রিল শনিবার সকাল ১০ টায় আহলে সুন্নাত ওয়াল জামাত এর একমাত্র পতাকাবাহী জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা ও হবিগঞ্জ সদর উপজেলার এক আলোচনা সভা জামেয়া গাউছিয়া একাডেমি কমপ্লেক্সে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সিনিয়র সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বি.এস.সি এর পরিচালনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাংগঠনিক সচিব ও হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি হযরতুল আল্লামা মাওলানা শেখ মুহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি আজিজুল ইসলাম খান, সহ-সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের সানু, সহ-সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল মোস্তফা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ সম্পাদক ও ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী চৌধুরী মাস্টার, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ বাচ্চু, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, মুফতি মাওলানা মুজিবুর রহমান খান আলক্বাদরী, ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ সদর এর সভাপতি মাওলানা মোশাহিদুল ইসলাম আজাদী, মোঃ রাশেদুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুল কাদির বিপ্লবী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্রসেনা, যুবসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত ও হবিগঞ্জ সদরের সকল স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত সবাই আলোচনা পর্যালোচনার পর আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা ও হবিগঞ্জ সদর উপজেলা শাখার পক্ষ থেকে পূর্ণ সমর্থন প্রদান করা হয় এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী যুব সেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে মাঠ পর্যায়ে কাজ করে উক্ত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়।