প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের অর্ন্তগত ইকরাম শ্রী শ্রী জগন্নাত জিউর আখড়া পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আখড়া প্রাঙ্গনে এক জরুরী সভা আহ্বান করা হয়। সাবেক সভাপতি বিজয় সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত আখড়া পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি গোপাল চন্দ্র সরকার, সহ-সভাপতি বিজয় সরকার, সাধারণ সম্পাদক যগিন্দ্র চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাম্পু চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র সরকার, অর্থ সম্পাদক নির্মল চন্দ্র সরকার, সদস্য যথাক্রমে কিরমোহন সরকার, সবিশাল সরকার, পিন্টু সরকার, দশরত সরকার, বিষু সরকার।