স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ মহিলাকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে ফজলুল করিম ইমরান ও ভুপেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস বিভু। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের এক নারীকে প্রায় সময় উত্যক্ত করে আসছিল একই গ্রামের ফজলুল করিম ইমরান ও বিশ্বজিৎ বিশ্বাস বিভু প্রায় সময় একই গ্রামের জবা রানী বসাকে প্রায় সময় উত্যক্ত করে আসছিল। গত ২০ এপ্রিল বিকেলে পুকুরে গেলে আসামীরা তাকে শ্লীলতাহানি করে মারধোর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্ত ২ জনকে আটক করে।
গতকাল রবিবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দেব জানান, এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।