নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের ডুবাই প্রবাসীর জায়গা জোর পূর্বক প্রবাসীর অনুউপস্থিতি একদল লোক জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উল্লেখিত গ্রামের ডুবাই প্রবাসী মোঃ আব্দুর রহমান এর মালিকানা জায়গা কালিয়ারভাঙ্গার মৌজার খতিয়ান নং ১১৬০ দাগ নং ৩১৭৯ চারা কৃষি শ্রেণীর ১৫ শতক ভূমি রয়েছে। গত বৃহস্পতিবার সকালে পার্শ্ববতী জায়গার মালিক সামসুল হুদার ওয়ারিশান আহমদ, আমজদ, আরসদ, আচজদ গং আব্দুস সালাম এর ওয়ারিশান মুয়ায, আনাস ও আব্দুস সমদ এর ওয়ারিশ মাহমুদ, মাসুদ এর যৌথ মালিকনা সম্পত্তির মালিকগন আব্দুর রহমান ডুবাই থাকার সুবাধে করচা সীমানা নির্ধারনের নাম করে আগের সীমনার আইল থেকে প্রায় ২ হাত জায়গা জোর পূর্বক জায়গা দখলের চেষ্টার অভিযোগ করেছেন। উল্লেখিত লোকজনের সাথে জায়গা নিয়ে প্রবাসী আব্দুর রহমান মিয়ার বিভিন্ন বিষয়াদি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। তিনি অভিযোগ করে বলেন আমার জায়গা জোর পূর্বক দখলকারীদের বিরোদ্ধে প্রশাসন আইনিন পদক্ষেপ গ্রহন করে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে ভূমিকা রাখবেন।