চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ এপ্রিল বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম মাহবুব এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. এম আকবর হোসেইন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, জেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সামাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল গফ্ফার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা প্রশাসনের সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আরো অনেকেই। বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন- বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মুজিবনগর। তৎকালীন সময়ে মুজিবনগর সরকার গঠন না হলে, আজ দেশ স্বাধীন হতো না। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলে আমরা আজ মুজিবনগর দিবসসহ বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছি ও সারা বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে এবং এসব সভা সেমিনার করা সম্ভব হচ্ছে। সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করে আরোও বলেন, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিনই বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কথা মনে থাকবে। এবং উপস্থিত সকলকে মুজিবনগর ঘুরে আসার কথাও সভায় বলা হয়েছে।