শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সাতাইহাল পূর্বপাড়া বহুমূখি সমবায় সমিতির লোকজন ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে ভূমি দখল নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের সংঘর্ষের ঘটনা। সাতাইহাল পূর্বপাড়ায় শতাধিক বছর ধরে বসবাসকারী কয়েকশ পরিবারের লোকজনের ভোগদখলকৃত ভূমি সম্প্রতি শ্রীমঙ্গল টি স্টেট দখলে নেয়ার ফলে ফুসে উঠেছে এলাকার লোকজন। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লীজ গ্রহীতা শ্রীমঙ্গল টি স্টেটকে ওই এলাকার ৫৫ একর ভূমির দখল সমজিয়ে দেন। এর আগে শ্রীমঙ্গল টি স্টেট জেলা প্রশাসন বরাবরে আবেদন করলে প্রশাসন ওই ৫৫ একর ভূমিসহ ৩৮৮ একর ভূমি লীজ দেয় তাদেরকে। কিন্তু স্থানীয় সাতাইহাল পূর্বপাড়া সমবায় সমিতি ৫৫ একর ভূমির জন্য জেলা প্রশাসন বরাবরে একাধিক বার আবেদন করলেও তাদেরকে লীজ দেয়া হয়নি। এদিকে, ৫৫ একর ভূমি দখল বুঝে পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল টি স্টেটের পক্ষে বহিরাগত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে বিভিন্ন সময় এলাকায় মহড়া দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। অপরদিকে স্থানীয় লোকজনও অন্যদিকে অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই ওই স্থানে সরকারী ও বেসরকারী আর্থিক সহযোগিতায় স্থানীয় বসবাসকারী লোকজনের ফলানো আনারস বাগান, কাচাবা, কাঠাল, আম, লিচু, মাল্টা বাগানসহ বিভিন্ন ফল ফলাদি গাছ কেটে বিনষ্ট করে ফেলেছে। ফলে পাহাড়ে শতাধিক বছর যাবত বসবাসকারী স্থানীয় লোকজন আর্থিক ও মানুষিক ক্ষতির সম্মুখে পড়েছেন। যা দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে আসছিল। ফলে দীর্ঘদিন যাবত পাহাড়ে বসবাসকারী ২শতাধিক পরিববার নিরুপায় হয়ে পড়েছে। স্থানীয়ভাবে বসবাসকারী হায়দার আলী জানান, এখানে শতাধিক বছর যাবত আমরা বসবাস করে আসছি। এই ভূমি বন্দোবস্ত দেয়ার জন্য সাতাইহাল পূর্ব পাড়া সমবায় সমিতির পক্ষে বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক একাধিকবার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন। এতে জেলা প্রশাসনের পক্ষে থেকে কোন ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়নি। সম্প্রতি চলতি বছরের ৩ মার্চ ৫৫ একর ভূমি স্থানীয় সমবায় সমিতিকে দেয়ার জন্য তিনি পুনরায় আবেদন করেন। এরপরও প্রশাসন তা আমলে নেয়নি। স্থানীয় মানুষকে বঞ্চিত করে শ্রীমঙ্গল টি স্টেটের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে ৩৮৮ একর ভূমি বন্দোবস্ত দেয়। পক্ষান্তরে লীজকৃত অন্যকোন ভূমি শ্রীমঙ্গল টি স্টেটকে না সমজিয়ে স্থানীয় লোকজন যে স্থানে বসবাস করেন এবং যে ৫৫ একর জায়গায় তারা বিভিন্ন ফসলাদি করে জীবিকা নির্বাহ করছিল সেই ভূমি শ্রীমঙ্গল টি স্টেটকে বুঝিয়ে দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, তাদের ভূমি যদি তারা ফিরে না পান পরিবার পরিজন নিয়ে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করবেন। তাদের দাবী এখানে মসজিদ-মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। উক্ত ভূমিতে কোন জনবসতি নেই উল্লেখ করে ভুল তথ্য দেয়া হলে প্রশাসন শ্রীমঙ্গল টি স্টেটকে ৩৮৮ একর ভূমি লীজ প্রদান করে। এরপর থেকেই সাতাইহাল পূর্বপাড়া সমবায় সমিতির লোকজন ও শ্রীঙ্গল টি স্টেটের বহিরাগত লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সাতাইহাল পূর্বপাড়া সমিতির পক্ষে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কয়েক শতাধিক বাড়ি-ঘর, স্কুল ও মসজিদ-মাদ্রাসা থাকা সত্ত্বেও প্রশাসন স্থানীয় লোকজনকে বঞ্চিত করে অন্য একটি কোম্পনীকে ভূমি লীজ দিল তা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে ওই মানুষ গুলো ভূমিহীন হয়ে অনাহারে-অর্ধাহারে মৃত্যু বরণ করবে। তাই আমি জেলা প্রশাসককে অনুরোধ করবো বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে শ্রীমঙ্গল টি স্টেটের লীজকৃত ৩৮৮ একর ভূমি থেকে ৫৫ একর ভূমি লীজ বাতিল করে স্থানীয় জনগনের স্বার্থে সাতাইহাল সমবায় সমিতিকে বরাদ্দ দেয়ার জোর দাবী জানাই। অন্যথায় এখানে যে পরিস্থিতি বিরাজ করছে যে কোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com