স্টাফ রিপোর্টার ॥ বিপুল পরিমাণ মাদক জব্দসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে চুনারুঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৪৫ বয়সী গোপাল গোয়ালা সাতছড়ি বাজারটিলা এলাকার বাসিন্দা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারের সময় তার থেকে ৭২ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ০২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছে।