স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থান লন্ডভন্ড হয়ে গেছে। গাছপালা পড়ে বিদ্যুতের তার ছিড়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ শহরের অনেক এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। শায়েস্তাগঞ্জের বাগুনিপাড়ায় আশ্রয়ন প্রকল্পে বেশ কয়েকটি ঘরের টিনের চাল উড়ে গেছে ও দেয়াল ধ্বসে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে ৩০ মিনিট কালবৈশাখী ঝড় শুরু হয়। সাথে সাথেই বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। শহরের বিভিন্ন এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো। এদিকে বিদ্যুতের খুটি পড়ার কারণে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে সাময়িক সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।