নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নবনির্বাচিত সদস্য মোঃ আব্দুল মোমিন এর শপথ সম্পন্ন হয়েছে। গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হল রুমে তাকে শপথ পাঠ করান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস। এ সময় উপস্থিত ছিলেন- ৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু, ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী, ইউপি সচিব মোঃ রোকন আহমদ, মাস্টার আব্দুস ছুবান, আঃ হোক, নাইম, হাফিজুর প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ মার্চ শনিবার সকাল ৮ থেকে দুটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭২৭ জন। নির্বাচনে মো: আব্দুল মোমিন (ফুটবল) প্রতীক নিয়ে ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ ও সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ। প্রকাশ, গত বছরের ২০ সেপ্টেম্বর ইউপি সদস্য মোঃ নুরুল হক মৃত্যুবরণ করলে এই ওয়ার্ডের পদটি শূন্য হয়। ফলে উপ- নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।