স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের জোলেখা সফি উদ্দিন ফিসারীজের মালিক কাজী জালাল আহম্মেদ ও পূর্ব মাধবপুর গ্রামের ব্যবসায়ী উজ্জল মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে মনোমালিন্যতা চলছিল। তাদের এ বিরোধ মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। তাদের এ মামলা মোকদ্দমা সালিশের মাধ্যমে আপোষ নিস্পত্তি করে দেয়া হয়েছে। ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসীমের উদ্যোগে দীর্ঘ দিনের দু’পক্ষের বিরোধী আপোষ মীমাংসা হয়। এতে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে আপোষনামায় স্বাক্ষর করেন। গতকাল সোমবার বিকেলে কাজী জালাল ও উজ্জ্বল মিয়ার মধ্যে সৃষ্ট বিরোধ আপোষে নিস্পত্তির লক্ষ্যে মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের জোলেখা সফি উদ্দিন ফিসারীজে পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসীমের সভাপতিত্বে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ বৈঠকে কমলানগর গ্রামের মোঃ ছায়েদুর রহমান, দেওগাঁও গ্রামের মোঃ মোজাম্মেল হোসেন লিপন, বিজয়নগর উপজেলার সাবেক ইউপি মেম্বার শিশু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সালিশের সিদ্ধান্তে উজ্জ্বলের পাওনা টাকা বুঝিয়ে দেয়ার পর কাজী জালালকে ২টি চেক ফেরত দেন উজ্জ্বল। উভয়পক্ষ একটি ষ্ট্যাম্পে আপোষনামায় স্বাক্ষর করে সালিশে সন্তোষ প্রকাশ করেন। পরে খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসীম মোনাজাত পরিচালনা করেন।