বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

পৌর এলাকার ৮০ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৮০টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। শুক্রবার বেলা ৩ টায় পৌর টাউন হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই সম্মানী ভাতা প্রদান করা হয়। হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মোহাম্মদ আবুল মনসুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার উন্নয়নে অনেক কাজ করছেন।’ খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানিভাতা প্রদানে তিনি মেয়রসহ পৌর পরিষদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বর্তমানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বের সাক্ষর রাখছেন। তাছাড়াও দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ইমাম মাওলানা কাজী আব্দুল জলিল ও মাওলানা রোকনউদ্দিন আশরাফী। পৌরসভার কাউন্সিলরদের মাঝে বক্তব্য রাখেন সফিকুর রহমান সিতু। এছাড়াও পৌর কাউন্সিলর গৌতম কুমার রায় ও টিপু আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৮০ টি মসজিদের খতিব, ইমামদের ৩ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com