বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী (৩০ জনকে) ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক প্রদান করেছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধানের পরিচালনায় সভায় উক্ত চেক দেওয়া হয়। এছাড়াও ৬০ জন ভিক্ষুককে পূনর্বাসনের জন্য, হাস-মুরগী, গবাদি পশু পালনের শর্তে প্রত্যেককে ৪ হাজার করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক জীবন আহমেদ লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও উপকারভোগীরা।