মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগানে মাদক বিরোধী গণসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে চা-বাগান নাটমন্দির প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম সেবা) অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোহাম্মদ আবুল মনসুর, ৫৫ বিজিবি হবিগঞ্জ অধিনায়ক ইমদাদুল বারী খান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস,এফ,এ,এম শাহজাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নিমূলেন্দ্র চক্রবর্ত্তী, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হাসান, ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জের সহকারি পরিচালক নাজমুল হাসান, তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক দীপেন সিনহা।