ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুৎয়ের লোডশেডিং। তীব্র গরমের মধ্যে ঝড়ের প্রভাব ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। চারিদিকে মানুষের মাঝে হাঁসফাঁস দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সারাদিন বিদ্যুৎ ছিলনা উপজেলা বেশিরভাগ গ্রামে। পল্লী বিদ্যুতের গ্রাহকদের অভিযোগ- গত রবিবার (৩১ ফেব্রুয়ারী) দিবাগত মধ্যরাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। ওইদিন রাত ১১টার পর বিদ্যুৎ চলে যায়। সোমবার (১ মার্চ) সারাদিন বিদ্যুৎ বিভাগ সঞ্চালন লাইন মেরামতে কাজ করলেও সারাদিন বিদ্যুৎ ছিল না, ওইদিন রাত ৯টার দিকে বিদ্যুৎ চালু হয়। তবে এরপর থেকে ১ ঘন্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী ৪-৫ ঘন্টা বিদ্যুতের লাগামহীন লোডশেডিং শুরু হয়। মঙ্গলবার (২ মার্চ) তীব্র গরমের মধ্যে ভোর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিদ্যুত ছিল মাত্র ২-৩ ঘন্টা। বুধবার (৩ মার্চ) ভোরে থেকে বিকেল ৫টা পর্যন্ত তীব্র গরমের মধ্যে একটানা বিদ্যুতের দেখা মেলেনি। এক দিকে তীব্র গরম অপরদিকে লোডশেডিং দুই কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। মুসলমানদের পবিত্র রামাদান মাস হওয়া ইফতার, সেহেরি ও তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ফয়ছল আহমেদ জানান- রবিবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ একটানা ছিল না বললেই হয়, বিগত ৭২ ঘন্টার মধ্যে মনে হয় ৮-৯ ঘন্টা বিদ্যুৎ ছিল। দেবপাড়া এলাকার শেখ রাসেল জানান- গত তিনদিনে প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ২০-২১ ঘন্টা আমরা বিদ্যুৎ পাচ্ছিনা, পবিত্র রমজান মাসে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় ইফতারের সময় বিদ্যুৎ থাকেনা, ঠিক তেমনি সেহেরির সময়ও বিদ্যুতের দেখা মিলে না, তাপদাহ গরমের মধ্যে বিদ্যুতের এমন লোডশেডিং দুঃখজনক। গজনাইপুর ইউনিয়নের বনগাও গ্রামের সৈয়দ মিছবাউজ্জামান বলেন- গত ২৪ ঘন্টায় আমরা মাত্র ২ ঘন্টা বিদ্যুৎ পেয়েছি, একটা অনুষ্ঠানের জন্য ২০ কেজি গরুর মাংস ক্রয় করেছিলাম, গত তিনদিনে বিদ্যুতের ক্রমাগত লোডশেডিংয়ের কারণে ফ্রিজে গরুর মাংস নষ্ট হয়ে গেছে। পৌর এলাকার চরগাঁও গ্রামের এনজিও কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী বলেন- তীব্র গরম ও পাশাপাশি লোডশেডিং কারণে অসুস্থ হয়ে পড়েছি, প্রতিঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। ইফতার-সেহেরি তারাবি কোনোসময়ই বিদ্যুৎ থাকেনা। নবীগঞ্জ শহরের ওসমানী রোডের দিলু আহমেদ জানান- গত তিনদিন ধরে ইফতারেও বিদ্যুৎ নেই, সেহেরির সময়আও বিদ্যুৎ নেই, মধ্যখানে ২-১ ঘন্টা বিদ্যুৎ ছিল, তাও অল্প বাতাস দলেই বিদ্যুৎ চলে যায়, গরমে চারিদিকে মানুষ অতিষ্ঠ। আমরা বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের বিরুদ্ধে সবার সঙ্গে আলাপ করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। পৌর এলাকার ওসমানী রোডের সাদিয়া আক্তার নামে এক নারী জানান- বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বৃদ্ধদের। তীব্র গরমে ঘেমে শিশুদের সর্দিকাশি দেখা দিয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন- অতিরিক্ত লোডশেডিং হচ্ছে, তাই বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছেনা, এমনিতে আমাদের বৈদ্যুতিক লাইনে কোনো ধরণের সমস্যা নেই, কি কারণে লোডশেডিং হচ্ছে তা উর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।