মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগ সই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও সেমিনার ও প্রর্দশনীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এ কেএম ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস, এফ,এ,এম শাহজাহান। মূখ্য প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ আজিজুল হক।
অন্যঅন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী প্রমূখ। সেমিনারে প্রাণী সম্পদ, কৃষি ও মৎস বিভাগের বিভিন্ন উদ্ভাবন প্রর্দশিত হয়। সেমিনারে বায়োগ্যাস তৈরি, উন্নত চুলা, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কে বিস্তাড়িত ধারনা দেয়া হয়।