মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

নবীগঞ্জের দীঘলবাগ ইউনিয়নে জাইকা প্রকল্পে অনিয়ম নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় নদীর তীরবর্তী বাসিন্দাদের না জানিয়ে জাইকা প্রকল্পের অধীনে পকেট কমিটি কর্তৃক নদী খনন করতে চাইলে এলাকার সচেতন মহল ফুঁসে উঠেছেন। তার প্রতিকার চেয়ে কয়েকটি ওয়ার্ডের ৭টি গ্রামের লোকজন গণস্বাক্ষর দিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সূত্রে প্রকাশ- ওই উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থান ঘেঁসে বয়ে গেছে নরখাই নদী। কালের আবর্তে নদীর কোনো কোনো স্থান চর হয়েছে। ওই নদী খননের জন্য ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দু’বারের মেম্বার খালেদ হাসান দুলন কারো সাথে কোন পরামর্শ ছাড়াই নিজের মতো করে একটি কমিটি ও পরে সমিতি গঠন করে জাইকা কর্তৃপক্ষের কাছে জমা দেন। এতে কয়েক কোটি টাকা বরাদ্ধ মঞ্জুর হয়। সম্প্রতি ওই নদীর তীরবর্তী ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সচেতন মহল নদী খননের বিষয়টি জানাজানি হয়। এরই মাঝে জাইকা প্রকল্পের লোকজন নদীর সীমানা নির্ধারন করতে সরেজমিনে আসলে এলাকার লোকজনদের বাঁধার মুখে তারা স্থান ত্যাগ করেন। পরে ওই এলাকার কয়েক গ্রামের লোকজন কামারগাঁও গ্রামের প্রয়াত বিশিষ্ট সালিশ বিচারক হাজী গোলজার মিয়ার বাড়ীতে প্রতিবাদ সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী নরখাই নদী রক্ষায় দেড়শতাধিক লোকের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে ওই ৩টি ওয়ার্ডের লোকজন গনস্বাক্ষর দিয়ে গত ২৮ মার্চ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সচেতন মহলের মতে, এলাকার সচেতন মহল ও গন্যমান্য লোকজনের সমন্বয়ে ও সহযোগিতা নিয়ে কমিটি বা সমিতি গঠন করলে সমস্যার সৃষ্টি হতো না। এলাকাবাসীর মতে, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান না হলে যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com