বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব ॥ ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে নবীগঞ্জে কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন শহরে আমোদ ফূর্তিকালে জনতার হাতে যুবক-যুবতী আটক বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জের দীঘলবাগ ইউনিয়নে জাইকা প্রকল্পে অনিয়ম নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় নদীর তীরবর্তী বাসিন্দাদের না জানিয়ে জাইকা প্রকল্পের অধীনে পকেট কমিটি কর্তৃক নদী খনন করতে চাইলে এলাকার সচেতন মহল ফুঁসে উঠেছেন। তার প্রতিকার চেয়ে কয়েকটি ওয়ার্ডের ৭টি গ্রামের লোকজন গণস্বাক্ষর দিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সূত্রে প্রকাশ- ওই উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থান ঘেঁসে বয়ে গেছে নরখাই নদী। কালের আবর্তে নদীর কোনো কোনো স্থান চর হয়েছে। ওই নদী খননের জন্য ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দু’বারের মেম্বার খালেদ হাসান দুলন কারো সাথে কোন পরামর্শ ছাড়াই নিজের মতো করে একটি কমিটি ও পরে সমিতি গঠন করে জাইকা কর্তৃপক্ষের কাছে জমা দেন। এতে কয়েক কোটি টাকা বরাদ্ধ মঞ্জুর হয়। সম্প্রতি ওই নদীর তীরবর্তী ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সচেতন মহল নদী খননের বিষয়টি জানাজানি হয়। এরই মাঝে জাইকা প্রকল্পের লোকজন নদীর সীমানা নির্ধারন করতে সরেজমিনে আসলে এলাকার লোকজনদের বাঁধার মুখে তারা স্থান ত্যাগ করেন। পরে ওই এলাকার কয়েক গ্রামের লোকজন কামারগাঁও গ্রামের প্রয়াত বিশিষ্ট সালিশ বিচারক হাজী গোলজার মিয়ার বাড়ীতে প্রতিবাদ সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী নরখাই নদী রক্ষায় দেড়শতাধিক লোকের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে ওই ৩টি ওয়ার্ডের লোকজন গনস্বাক্ষর দিয়ে গত ২৮ মার্চ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সচেতন মহলের মতে, এলাকার সচেতন মহল ও গন্যমান্য লোকজনের সমন্বয়ে ও সহযোগিতা নিয়ে কমিটি বা সমিতি গঠন করলে সমস্যার সৃষ্টি হতো না। এলাকাবাসীর মতে, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান না হলে যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com