নুরুল আমীন, চুনারুঘাট থেকে ॥ কলা খেয়ে ফেলার অপরাধে একটি ছাগলকে পিটিয়ে মেরে ফেলায় বিলাল নামের এক কলা ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। দুই বাচ্চার মা ছাগল মারার এ ঘটনাটি ঘটেছে সোমরার উপজেলার রাণীগাও ইউনিয়নের রানীগাঁও বাজারে। সোমবার বিকালে ছাগলে কলা খেয়েছে তাই ছাগলটিকে ধরে মানুষের সামনেই আছাড় মারে বিলাল। এতে ছাগলটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ছাগলের বাচ্চা দুটি এসে মরা মায়ের দুধ খেতে শুরু করে। দুধপানের সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানুষ বিক্ষোব্ধ হয়ে উঠে। ঘটনা সামাল দিতে রাণীগাঁও বাজার কমিটির সেক্রেটারী তৌফিক চৌধুরী ঘটনাস্থলে এসে ছাগল মারার অপরাধে বিলালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এতে মানুষের মাঝে সৃষ্ট উত্তেজনার কিছুটা হ্রাস পায়। ভাইরাল হওয়া ছবির বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে ছাগল হত্যাকারী বিলালকে রাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায় চুনারুঘাট থানা পুলিশ। রাতেই মরা ছাগলের ময়না তদন্ত সম্পন্ন করে চুনারুঘাট প্রাণী সম্পদ বিভাগ। ছাগলের মালিক সামসু মিয়া বলেন, ছাগলের বাচ্চা দুইটি সারারাত শোর চিৎকার করেছে। বাচ্চা দুইটি সারারাত ঘুমায় নি। সকালে তারা এ দিক সেদিক দৌড়াদৌড়ি করেছে। কোন ধরনের খাদ্য খায়নি। ছাগল হত্যার নায়ক বিলাল ও ছাগলের মালিক সামসু মিযার বাড়ি রাণীগাঁও গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার এস আই লিটন রায় বলেন, ঘটনাটি সাধারণ মানুষকে নাড়া দিয়েছে। হৃদয় বিদারক এ ঘটনা ঘটনোর দায়ে বিলালকে আদালতে চালান দেয়া হয়েছে।