স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবী সহকারি সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভাপতি পদে আব্দুল মালেক ও জাহির উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ নেতা রজত কান্তি চৌধুরী সিটন ও দুলাল চন্দ্র পাল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ৪ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অঞ্জন কুমার আচার্য্য। এদিকে নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি শেষ করে আইনজীবী সহকারি সমিতি।