বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে মডেল প্রেসক্লাব। এ উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিদ শেখ-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, মডেল প্রেসক্লাব সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুুরী, সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, সিনিয়র সদস্য এম সাজিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শামীম ও সামিউল ইসলাম, সদস্য আলাউদ্দিন, নোমান হোসেন তালুকদার, মহিউদ্দিন প্রমুখ। সভা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন কাবের নেতৃবৃন্দ।