মাধবপুর প্রতিনিধি ॥ সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মাধবপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ মার্চ রবিবার উপজেলা কনফারেন্স রুমে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল। সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী’র সঞ্চালনায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ফারুখ আহম্মেদ পারুল, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক আয়ুব খান প্রমুখ। শুরুতে পেনশন স্কিম নিয়ে ভিডিও ডকুমেন্টারি ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।