বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সর্বজনীন পেনশন স্কীম অবহিকরণ সংক্রান্ত আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, সরকারের এ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের সুরা ব্যবস্থা মজবুত করা প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, বাহুবল কলেজের অধ্য আবদুর রব শাহীন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মিরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামীম, সোনালী ব্যাংক পিএলসি. এর সিনিয়র অফিসার হাবিবুল্লাহ সরদার, সোনালী ব্যাংক পিএলসি.-এর অফিসার সাইফুল ইসলাম, কাজী ফার্মের সিনিয়র এক্সিকিউটিভ মোঃ আবুবকর সিদ্দিকী, সাতকাপন ইউপি সচিব রাজেন নন্দি, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ সাফিল মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, লামাতাসী ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইমরুল হক তরফদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান শামীম, ভাদেশ্বর ইউনিয়নের উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর মিয়া, মিরপুর ইউনিয়নের উদ্যোক্তা ফয়েজ আলী, পুটিজুরী ইউনিয়নের উদ্যোক্তা বিশ্বজিত দাশ, স্নানঘাট ইউনিয়নের উদ্যোক্তা মোঃ মনির মিয়া, লামাতাসী ইউনিয়নের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, ভাদেশ্বর ইউপি সচিব মোশাহিদ আলী, স্নানঘাট ইউপি সচিব হোসাইন কবির তালুকদার, ভাদেশ্বর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীকুমার কৈরী প্রমুখ।