প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বাবুল এর নিঃশর্ত মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন জেলা যুবদল নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার শহরে এই বিক্ষোভ মিছিল করা হয়। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান মেম্বার, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক এনামুল হক চৌধুরী, জেলা যুবদল নেতা কাজী সামছুল হক শিমুল, জিয়াউর রহমান, আলমগীর, শাহ্ হারুন অর রশিদ হারুন, হারিছ চৌধুরী, সোহেল আহমেদ, আজিজুর রহমান আজিজ সহ জেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তারা যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুলসহ বিএনপির সকল পর্যায়ের নেতৃত্বের নিঃশর্ত মুক্তির দাবী জানান। বক্তারা বলেন, আমিনুল ইসলাম বাবুল হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রাণ পুরুষ। তার নেতৃত্বে হবিগঞ্জে যুবদলের নেতাকর্মীরা সকল প্রকার আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তাই সরকার আমিনুল ইসলাম বাবুলকে দমন করার জন্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। বক্তারা আমিনুল ইসলাম বাবুল এর নিঃশর্ত মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবী জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।