স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা সংলগ্ন এলাকা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন শায়েস্তাগঞ্জ পৌরবাসী ময়লা আর্বজনার স্তুপ পরিত্যক্ত গরুর বাজারের পাশে রাখা হয়। এতে করে যানবাহনে চলাচলকারী যাত্রীরা দুগর্ন্ধের শিকার হন। এতে করে রোগ বালাই সৃষ্টি হচ্ছে। অনেকেই ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নাকে রুমাল দিয়ে চলাচল করেন। পাশেই রয়েছে সুদিয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঠদান করার সময়ও শিক্ষার্থীদে দুগর্ন্ধের শিকার হতে হয়। ময়লা আর্বজনার স্তুপ এমন আকার ধারণ করেছে এখান থেকে বিভিন্ন জীবানু সৃষ্টি হচ্ছে। বারবার নিষেধ করার পরও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে এখানে ময়লার স্তুপ করছেন। এ বিষয়ে এলাকাবাসী ও যাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।