স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে দোলপূর্ণিমার উৎসব ভাতার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে চা শ্রমিকরা। গত ২১ মার্চ ভাতা দেয়ার কথা থাকলেও কোম্পানীর আর্থিক সংকটের কারণে তা দেয়া হয়নি। গতকাল শুক্রবার সকালে চা শ্রমিকরা বেতন ভাতার দাবিতে অফিস ঘেরাও করে। তারা জানায়, ভাতা না পাওয়া পর্যন্ত কাজে যোগদান করবে না। মালিকপক্ষ তাদের সাথে নয়ছয় শুরু করেছে।