স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পরিচিত মুখ বাংলাদেশ জনতা ব্যাংক লিমিটেড হবিগঞ্জ কর্পোরেট শাখার কর্মচারী আবুল কাসেম খান মুকুল ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জনিত রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল শুক্রবার বাদ জুম্মা রাজনগর কবরস্থান মসজিদে জানাজার নামাজ শেষে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারসহ পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।