সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহা-সড়ক বন্ধ করে দুই গ্র“পের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। দুই ঘন্টা স্থায়ী সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৪৯ রাউন্ড ফাঁকাগুলি ৪ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। গুরুতর আহতদের হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের তাজুল ইসলাম চৌধুরী ও একই গ্রামের জাহিদুল ইসলাম জিতু মিয়ার গ্র“পের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষে একাধিক সংঘর্ষ ও মামলা-মোকদ্দমা চলছে। এদিকে জিতু মিয়ার ভাই জয়নাল আবেদীন মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের গভর্ণিং বডি’র সদস্য। কলেজে দুই ছাত্রের মাঝে ঝগড়া-বিবাদ সৃষ্টি হলে জায়নাল আবেদীন স্বজন গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ তাজুল ইসলাম চৌধুরীর গ্র“পের ফয়সল নামে এক ছাত্রকে শাসন করেন। বিষয়টি তাজুল ইসলাম চৌধুরী গ্র“পের লোকজনের মাঝে জানাজানি হলে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহা-সড়কের চারগাঁও অংশে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহা-সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক ও বাহুবল থানার অফিসার ইনচার্জ মুক্তাদির হোসেন এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল ও ফাঁকা গুলিবর্ষণ করে প্রায় দুই ঘন্টা পর সোয়া ৬টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘরে ভাংচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহতদের মাঝে যশপাল গ্রামের আকল মিয়া (৩৫) কে সিলেট। আউয়াল মিয়া (৩০), ছায়েদ মিয়া (৪৭), দুলাল মিয়া (২৮), শামসুল ইসলাম (৪৪), তোফাজ্জল হোসেন (২২), কুতুব উদ্দিন (২৭) ও হেলাল মিয়া (২৫) কে বাহুবল হাসপাতালে এবং ইদ্রিছ মিয়া (৫৫), জয়নাল আবেদীন (৫০), জাবেদ মিয়া (১৮), শাহিদ মিয়া (৫০), কাজল (৩৫), লাল মিয়া (২০), সাব্বির (১৯), মেম্বার আব্দুর রহিম মনা (৬০), ছায়েদ আলী (৫৫), মতিন মিয়া (৬০) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে হবিগঞ্জ সদর থানা পুলিশ আটক করে।
অপর দিকে, সংঘর্ষের কবলে পড়ে মহা-সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় কার্যত ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় ঘটনাস্থলের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। আটকা পড়া যাত্রীদের মাঝে দুর্ভোগ নেমে আসে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মুক্তাদির হোসেন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ৪ রাউন্ড টিয়ারসেল ও ৪৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়েছে।