মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে মুহিত মিয়া (২০) নামে এক বখাটেকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মুহিত মিয়া পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের কাজল মিয়ার পুত্র। সূত্রে জানা যায়, মুহিত মিয়া রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের জনৈক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার সময় প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার এ ব্যাপারে ছাত্রীটির পিতা ওই বখাটের পিতার কাছে নালিশ করেন। কিন্তু কোন কাজ হয়নি।
গতকাল শুক্রবার সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীটি কলেজ থেকে বাড়ী যাচ্ছিল। কলেজের অদুরে যাওয়ার পর পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুহিত তাকে যৌন হয়রানি করে। এ ঘটনাটি ছাত্রীর অভিভাবকরা নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হককে জানান। খবর পেয়ে নির্বাহী অফিসার তাৎক্ষণিক গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্র্জ এসআইকামাল আহমদসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। বখাটে মুহিতকে গ্রেফতার করার জন্য তিনি পুলিশকে নির্দেশ দেন। সাথে সাথে পুলিশ মুহিতকে গ্রেফতার করে। পরে সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক। আদালতে মুহিত স্বীকার করে নেয়ায় তাকে ১বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।