সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

রাস্তা না থাকায় আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইনি জটিলতার কারণে রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা। স্কুলের সামনে দ্বিতীয় কোন রাস্তা না থাকায় সামনে মাটি খনন করায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের চলাফেরায় অসুবিধা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করতে হচ্ছে তাদের।
জানা যায়, ১৯৯১ সালে স্কুলটি স্থাপিত হওয়ার পর ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। ২০১৯ সালে জমিদাতা আব্দুল কদ্দুস মৃত্যুবরণ করলে তার ভাই ইদ্রিস মিয়া চৌধুরী তার কবরস্থানের জায়গা বলে দাবি করে আদালতে স্বত্ব মামলা দায়ের করেন। মামলার বাদি ইদ্রিস মিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই সভাপতির দায়িত্ব পালন করছেন এবং স্কুলের একতলা বিল্ডিং নির্মিত হয়। তার সভাপতিত্বে দুইজন শিক্ষক নিয়োগ দেয়া।
এলাকার লোকজন জানান, জমিদাতা আব্দুল কদ্দুস মারা যাওয়ার পর স্কুলের ম্যনেজিং কমিটি নিয়ে শুরু হয় জটিলতা। নিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয় পরিচালনার স্বার্থে সহ-সভাপতি টেনু মিয়াকে দায়িত্ব দেয়া হয়। বর্তমানে ওই বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ চৌধুরী।
এদিকে গত ২০২৩ইং সালের ৫নভেম্বর স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি। ঠিকাদার মামুন মিয়া তিনতলা ভবনের কাজ করার জন্য মাটি খনন করেন। কিন্তু ইদ্রিস মিয়া চৌধুরী আরো একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলাটি নিষ্পত্তি না হলেও তিনি হবিগঞ্জ জেলা জজ আদালতে আরেকটি মামলা দায়ের করেন। ফলে স্কুলের কাজ বর্তমানে বন্ধ রয়েছে।
স্কুলের সামনে দ্বিতীয় কোন রাস্তা নেই মাটি খনন করাতে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা চলাফেরা অসুবিধা দেখা দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করছেন তারা। স্কুল ভবন দ্রুত নির্মাণ ও মামলা মোকদ্দমা থেকে রেহাই পাওয়ার জন্য গ্রামবাসি ও ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন জানান, মামলার কারণে ভবন নির্মাণ কাজ বন্ধ থাকায় প্রতিষ্ঠানের ক্ষতি সাধন হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com