স্টাফ রিপোর্টার ॥ জনতা ব্যাংক লিমিটেড হবিগঞ্জ কর্পোরেট শাখার কর্মচারী আবুল কাসেম খান গুরুতর অসুস্থ হয়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি গত ১২ মার্চ হঠাৎ বেইন স্ট্রোক ও কিডনি রোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার পরিবার।