স্টাফ রিপোর্টার ॥ একত্তারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের যে অবদান ছিল তা অনস্বীকার্য; যাদের মাধ্যমে বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য ঠিকে আছে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সদর উপজেলার লস্করপুরে স্টার নাট্যগোষ্ঠী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদের ত্যাগ বাঙালি জাতিকে পরাধীনতার শৃংখলা থেকে মুক্তি দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সোনার বাংলা গড়ে উঠবে।
স্টার নাট্যগোষ্ঠীর সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার পরিচালনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন।