স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলেয়া আক্তার-এর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মইনুল হাসান চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ, ক্লাব সদস্য শ্রীকান্ত গোপ, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, এম এ আজিজ সেলিম, মোঃ কাউছার আহমেদ, মোহাম্মদ নায়েব হোসেইন, সাইফুর রহমান তারেক প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষ সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাব পরিচালনায় জেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার সাংবাদিকদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, আমি জেলাবাসীর আশা-আকাঙ্া পূরণে সর্বাত্মক চেষ্টা করবো। জেলার উন্নয়নে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা চাওয়া পাওয়ার কিছু নেই। জেলাবাসী আমাকে ও আমার পরিবারকে অনেক কিছু দিয়েছেন। এবার আমার দেয়ার পালা। আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে চাই।