মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে এক ব্যবসায়ীকে মারধোর করে প্রায় অর্ধ লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়-ওই দিন সকাল ১০টা দিকে উপজেলার শাহজাহানপুর গ্রামের ব্যবসায়ী সেলিম খাঁন বাড়ী থেকে তেলিয়াপাড়া আসার পথে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের শেখ দুলাল ও তার লোকজন পথ রোধ করে কোন কিছু বুঝে উঠার আগেই মারধোর শুরু করে এবং তার কাছে রক্ষিত অর্ধ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত সেলিম খাঁন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ চিকিৎসা নিয়েছে। এবং এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।