স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি গত ১০ মার্চ সিলেটের নর্থ-ইস্ট ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন এবং বর্তমানে ডাঃ দেবাশীষ পাটোয়ারীর অধীনে চিকিৎসাধীন আছেন। সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশের জন্য তার পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যানের বড় ছেলে সবুজ কান্তি দাশ সবার কাছে চেয়ারম্যানের এই মারাত্মক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আর্শিবাদ, দোয়া, সহযোগিতা এবং ভাল পরামর্শ-কামনা করছেন। সহযোগীতা পাঠাতে : সত্যজিত দাশ, সঞ্চয়ী হিসাব নং -০১০০২২৬৬০৩৯২৬, জনতা ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখা, হবিগঞ্জ।
সবুজ কান্তি দাশ, সঞ্চয়ী হিসাব নং-৪৩৫১১০১০৫১১৩৯, পূবালী ব্যাংক লিমিটেড, বন্দর বাজার শাখা, সিলেট। বিকাশ পার্সোনাল ০১৭৯৯-৪৫৫৩০০/০১৭৯৮-০৩৯৪৬৩। যোগাযোগের জন্য নাম্বার: ০১৭১৩-৮০৮৭০৬।