স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের ৫ জন কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। জানা যায়, মাদক ব্যবসায়কে কেন্দ্র করে এই এলাকার একদল যুবক প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এ সময় তারা বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। গুরুতর আহত অবস্থায় মাসুক মিয়া (৬০), তার স্ত্রী সামিরুন্নেসা (৫৫), পুত্র জয়তুল মিয়া (২২) ও সাখাতুল মিয়া (৩০) কে উদ্ধার করে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হলে সদর হাসপাতালে নেয়া হয়।