রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৭ রমজান। কয়েক হাজার বছর আগে এমনি এক রমজানে হযরত মুসা আলায়হিস সালামের নিকট তাওরাত কিতাব নাযিল হয়েছিল। তাওরাত কিতাব প্রস্তর ফলকে উৎকীর্ণ অবস্থায় নাযিল হয়। এতে ১০টি অনুশাসন ছিল, যেমন- আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মূর্তি তৈরী কর না, মাতা পিতার অনুগত হবে, হত্যা কর না, ব্যভিচার কর না, চুরি কর না, প্রতিবেশির সাথে সদ্ব্যবহার করবে এবং তার বিপক্ষে মিথ্যা স্বাক্ষ্য দিও না, তার পরিবারের প্রতি লালসার দৃষ্টি নিক্ষেপ কর না ইত্যাদি। হযরত মুসা আলায়হিস সালাম তুর পাহাড়ে প্রথমে ৩০ দিন সিয়াম ও ইতিকাফ পালন করেন এবং তার সঙ্গে আরো ১০ দিন যোগ করে ৪০ দিন সিয়াম ও ইতিকাফ করেন। তাঁর এই কঠোর সাধনা শুরু হয়েছিল রজব মাসের শেষ দিকে। আর এ রমজানে তিনি লাভ করেন তওরাত কিতাব।
হযরত মুসা (আঃ) আল্লাহকে স্বচক্ষে দেখার বাসনা ব্যক্ত করেছিলেন। কোরান মজিদে ইরশাদ হয়েছে- মুসা বলল, হে আমার রব, আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। তিনি (আল্লাহ্) বললেন, লানতারানি তুমি আমাকে কখনই দেখতে পাবে না। তুমি বরং ঐ পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্বস্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে। তার রব যখন পাহাড়ে তাজাল্লি প্রকশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করল আর মুসা বেহুঁশ হয়ে পড়ে গেলেন। অতঃপর জ্ঞান ফিরে এলে তিনি বললেন, আপনি মহান পবিত্র, আমি অনুতপ্ত হয়ে আপনারই দিকে ফিরছি আর মুমিনদের মধ্যে আমিই প্রথম।
তিনি (আল্লাহ্) বললেন; হে মুসা আমি তোমাকে আমার রিসালত ও আমার কালাম দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সুতরাং তা গ্রহণ কর এবং কৃতজ্ঞ হও। আমি (আল্লাহ্) তার (মুসার) জন্য ফলকে সব বিষয়ে উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি (সূরা আরাফ ঃ আয়াত ১৪৩-১৪৫)।
আল্লাহ্ জাল্লা শানুহু মুসা আলায়হিস সালামকে ১০টি মুযিজা দান করেছিলাম। তার মধ্যে শ্রেষ্ঠ মুযিজা ছিল তার হাতের লাঠি- যা মাটিতে ফেললে সাপ হয়ে যেত, সে লাঠির আরও অনেক গুণ ছিল।
হযরত মুসা (আঃ) তার কওম বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে লোহিত সাগর পাড়ি দেন- সেদিন ছিল ১০ মহররম- আশুরার দিন। এই আশুরাতে তিনি সিয়াম পালন করতেন। ইহুদিরাও এদিন সিয়াম পালন করে। প্রিয়নবী (সাঃ) রমজান মাসে সিয়ামের বিধান নাযিল হবার পূর্বে এই সিয়াম গুরুত্বসহকারে পালন করতেন। পরে আশুরার এই সিয়াম নফল সিয়ামের মধ্যে সর্বোত্তম সিয়াম হিসাবে বিবেচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com