স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক শিক্ষার মান্নোনয়ন হয় এবং শিক্ষার হার বৃদ্ধি পায়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বইসহ গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে পড়ালেখায় সহযোগিতা করা হয়। একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হল শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। অতীতের সরকারগুলো এ ব্যাপারে ছিল উদাসীন। কিন্তু আওয়ামীলীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। তিনি আরও বলেন ২ কোটি টাকা ব্যয়ে তেঘরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েন ভবন নির্মাণ ও তেঘরিযা গ্রামের রাস্তা পাকা করে দিয়েছি। গতকাল তেঘরিয়া গ্রামের ১নং ও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯৬ লক্ষ টাকা ব্যয়ে দু’টি নতুন ভবন উদ্বোধন করেছি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিযন আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও মাহমুদুল হাসান চৌধুরী মুছার পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ঢাকাস্থ লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ কামাল তালুকদার মোশাহিদ, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি ফরহাদ, মোখলেছুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি খোকন চন্দ্র গোপ সৌরভ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা, ফজল উদ্দিন ইমন, সাইদ খোকন, শাহিনুর ইসলাম, ফয়সল আহম্মদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল হক, তৌফিকুল ইসলাম, শামীমুল ইসলাম, সুমন আহম্মেদ, কামরুল ইসলাম, শামসু মিয়া, ফজলু মিয়া, শাহানুর, সইদ মিয়া, মাহমুদ হাসান, মালেক মিয়া।